Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর, আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২০:১২

বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আ.লীগের নেতাকর্মীরা আসামি। ছবি: সংগৃহীত

বান্দরবান: বান্দরবানে বিএনপির বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বান্দরবান শহরের শেরেবাংলা নগরের বাসিন্দা আবুল কালাম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৪ জুলাই গভীর রাতে শহরের আর্মি পাড়ায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসের দরজা, টেবিল, চেয়ার ও সাইনবোর্ড ভাঙচুর করে এবং দলের শীর্ষ নেতাদের ছবি মেঝেতে ফেলে দেয়। এ ঘটনায় ককটেল বিস্ফোরণেরও অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দখলের চেষ্টা করছিল। পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুরের মাধ্যমে অফিসটি দখলই ছিল তাদের উদ্দেশ্য।

বিজ্ঞাপন

মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর কল্যাণ ট্রাস্টের সভাপতি আনিছুর রহমান সুজন, সাবেক যুবলীগ নেতা শিবু চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল চৌধুরী, ওয়ার্ড আ.লীগ নেতা বিমল কান্তি দাশসহ আরও অনেকে।

বান্দরবান সদর থানার ওসি মাসুম পারভেজ বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের ‍বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএস

অফিস আ.লীগ নেতাকর্মী বিএনপি ভাঙচুর মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর