Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৯:৫৬

নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি, চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সারা দেশে মবক্রেসির রাজত্ব কায়েম হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এ মিছিল-সমাবেশ আয়োজন করে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই সরকারকে সবসময় সবধরনের সহযোগিতা করেছি। কিন্তু আজ গণ-অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গণতন্ত্রে উত্তরণের জন্য যে জাতীয় ঐক গড়ে উঠেছে, যেকোনো মূল্যে এই ঐক্যকে অটুট রাখতে হবে। নির্বাচনকে বিলম্বিত করতে যারা ষড়যন্ত্র করছে, তারা যেন আশ্রয়-প্রশ্রয় না পায়। জনগণের মনে যেন এ রকম প্রশ্নের উদ্রেক না হয় যে, সরকার একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।’

যুবদলের এই মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কুৎসা রটাচ্ছে, তাদের সাবধান হওয়ার আহ্বান জানান।

মিছল ঘিরে পল্টন এবং এর আশাপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মিছিলের কারণে সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। ফলে সাময়িক সময়ের জন্য পল্টন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে।

সারাবাংলা/এজেড/এসআর

ডেমোক্রেসি বিএনপি মবক্রেসি সমাবেশ সালাহউদ্দিন আহমদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর