রংপুর: জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় জড়িত হত্যাকারীদের এখনো গ্রেফতার না করা বর্তমান সরকারের চরম ব্যর্থতা বলে অভিযোগ করেছেন রংপুর মহানগর যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে আইন-শৃঙ্খলার অবনতি ও বিএনপির বিরুদ্ধে চলমান ‘অপপ্রচারের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলটির নেতারা এ অভিযোগ করেন ।
বিক্ষোভ মিছিলটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে এসে শেষ হয়।
সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় তারা বলেন, দেশে একের পর এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটছে, কিন্তু সরকার নির্লিপ্ত। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নানা অপকর্মে লিপ্ত হলেও প্রশাসন নীরব। সেইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করা সরকারের ব্যর্থতারই প্রমাণ।
বক্তারা আরও বলেন, একটি গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে। এসব গোপন রাজনীতিকারীরা দেশের শত্রু, জাতির শত্রু।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এলে যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।