চট্টগ্রাম ব্যুরো: ‘সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস না দেখানোর আহ্বান জানান। অন্যদিকে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান অভিযোগ করেছেন, দুটি ইসলামী দল ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের নেতা। তারেক রহমানের স্থান বাংলাদেশের মানুষের হৃদয়ে। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের দুঃসাহস কেউ দেখাবেন না। অপপ্রচার সহ্য করা হবে না। জনগণ জানে কারা এই অবৈধ শক্তি, কারা এই অপ্রচারের পেছনে কাজ করছে। তাদের এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। আহ্বান জানাব- সত্যের পথে আসুন, অন্যায়ের পথ পরিহার করুন। অন্যথায় এই অগণতান্ত্রিক অপশক্তি ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।’
তিনি আরও বলেন, ‘সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর নতুন নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে। অথচ বিএনপির ৩১ দফা কর্মসূচিতেই সকল গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা আছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণ প্রতিহত করবে।’
নাজিমুর রহমান বলেন, ‘দুটি ইসলামী দল ভারতের র-এর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এর মধ্যে একটি ইসলামী দলের ইতিহাস রক্তাক্ত ইতিহাস। পাকিস্তানের দোসর থেকে এরশাদ আর শেখ হাসিনার সহযোগী হিসেবে তাদের ভূমিকা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি।’
সমাবেশে আরও বক্তব্য দেন- মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন, আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, সাহাবুদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মজিবুর রহমান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন রেলস্টেশন চত্বর থেকে আন্দরকিল্লা মোড়ে যান যুবদলের নেতাকর্মীরা।