Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ ব্যাংক বন্ধ থাকবে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২০:২৫

ঢাকা: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সারাদেশে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ আগস্ট (সোমবার) সরকারি ছুটির দিন হিসেবে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। আর্থিক লেনদেন, ক্লিয়ারিং ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে, ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি অফিস, আদালত এবং তফসিলি ব্যাংকও এ ছুটির আওতায় থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। দীর্ঘ সময় ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণবিক্ষোভের পর, এই দিনে ১৬ বছরের শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সরকারিভাবে ঘোষিত এই দিবসটি এবার প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ছুটি হিসেবে পালিত হবে।

সারাবাংলা/জিএস/এইচআই

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর