Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইবি করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২০:৫৬

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ।

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ইবি থানা পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তিনি আহসান হাবিবুল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে অনেকে পুকরের মধ্যখানে মরদেহটি একটু ভেসে থাকতে দেখেন। তবে ময়লা মনে করে তারা গুরুত্ব দেননি। পরে বিকেলে মরদেহটি পাড়ের দিকে আসতে থাকলে বিষয়টি জানাজানি হয়। পরে ঘটনাস্থলে নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশের উপস্থিতিতে মরদেহটি পুকুর থেকে তোলা হয়। পরে মরদেহটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান প্রাথমিক পরীক্ষা-নীরিক্ষা শেষে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুকুর পাড়ে অবস্থিত দোকানি আকমল বলেন, ‘দুপুরে দিকে দেখি কেমন একটা উঁচু হয়ে আছে। মনে হচ্ছিল প্যান্ট ভেসে আছে। পরে আসরের দিকে দেখি মাথা ভেসে উঠেছে। তখন বিষয়টি জানাজানি হয়।’

ইবির চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মো. শাহেদ আহমেদ বলেন, ‘মনে হচ্ছে কমপক্ষে ৩-৪ ঘণ্টা আগেই মারা গেছে। কোনো পালস পাইনি। শরীর ফুলে গেছে। নাক দিয়ে রক্ত বের হয়েছে। তবে কিছু মেডিকেল নিয়ম ও আইনি বিষয়ের কারণে আমরা এখানেই মৃত ডিক্লেয়ার করতে পারি না। মূলত ডিক্লেয়ারেশনের জন্যই কুষ্টিয়া পাঠানো হয়েছে।’

ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উত্তোলন করি। কোন আঘাতের চিহ্ন এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

সারাবাংলা/এইচআই

ইবি কুষ্টিয়া ডুবে মৃতু মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর