Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জকে আশপাশের জেলায় ভাগ করে দিলে ভালো হয়: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২১:০৯

জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমির হামজা

কুষ্টিয়া: জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। এ জেলা মানচিত্রে না থাকাই ভালো।

গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার সমান। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নিব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্বে আছে তারা এর সঙ্গে জড়িত।’

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির মো. আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন প্রমুখ।

তারা বলেন, ‘অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। এ ছাড়াও গোপালগঞ্জের পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না। এর জন্য তাকে জবাবদিহি করতে হবে।’

সারাবাংলা/এইচআই

আমির হামজা গোপালগঞ্জ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর