Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির পদযাত্রায় হামলা, খুলনায় জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২১:১৫ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২১:১৯

খুলনা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর ডাকবাংলো মোড়ে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে জামায়াতের খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘গোপালগঞ্জ আওয়ামী লীগের ফ্যাসিবাদের শেষ চিহ্ন। তারা গর্তের মধ্যে লুকিয়ে এনসিপির পদযাত্রায় হামলা চালিয়ে জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় যোদ্ধাদের ওপর কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই হামলা প্রমাণ করে দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নেই। নির্বাচন উপযোগী পরিস্থিতি এখনো তৈরি হয়নি। প্রশাসনের অনুমতি নিয়ে পদযাত্রা করা হলেও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তারা। এনসিপির কর্মসূচিতে হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের লঙ্ঘন।’

সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে মাহফুজুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী অপশক্তিকে আইনের আওতায় না আনলে গণতন্ত্র সুসংহত হবে না। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

তিনি দাবি করেন, গোপালগঞ্জের হামলায় ছাত্রলীগের পেছনে সরকারের মদদ ছিল। তাই দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।

জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, জামায়াতের মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাউসুল আযম হাদী, ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসানসহ বিভিন্ন থানার নেতাকর্মীরা।

সারাবাংলা/এসএস

এনসিপি জামায়াত পদযাত্রা বিক্ষোভ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর