ঢাকা: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রার্থীরা আগামী ১৬ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন করতে পারছেন এবং এ কার্যক্রম চলবে ৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
বুধবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd ঠিকানার মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ফরম পূরণের আগে প্রার্থীদের ক্যাডার আইডি নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট সাইজের ছবি (৩০০x৩০০ পিক্সেল, ফাইল সাইজ ১০০ কেবি’র নিচে) এবং স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল, ৬০ কেবির নিচে) প্রস্তুত রাখতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর নিজস্ব স্বাক্ষরের পাশাপাশি তার পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নামসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে। হার্ডকপির সঙ্গে চাকরি স্থায়ীকরণের গেজেটের সত্যায়িত কপি ও একটি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করা বাধ্যতামূলক।
আর আবেদনকারীদের অনলাইনে ফরম পূরণের পর তার হার্ডকপি অফিস চলাকালীন সময়ে ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সরাসরি পিএসসি সচিব বরাবর জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর হার্ডকপি না পৌঁছালে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীর চাকরিতে স্থায়ীকরণ সম্পন্ন হতে হবে এবং ১ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট ক্যাডার পদে ন্যূনতম ৪ বছর মেয়াদ পূর্ণ থাকতে হবে। যেসব কর্মকর্তা ১৪ বছর পূর্ণ করে ফেলেছেন, তারা এই পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন না। একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া যেসব কর্মকর্তাকে নন-ক্যাডার থেকে ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের অবশ্যই সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
পরীক্ষার বিস্তারিত:
পরীক্ষায় মোট তিনটি পত্র থাকবে। বাংলাদেশ ও চলতি বিষয়াবলি (বিষয় কোড ০০১), আইন, বিধি ও পদ্ধতি (বিষয় কোড ০০২) এবং সংশ্লিষ্ট ক্যাডার সম্পর্কিত বিষয় (বিভিন্ন কোড)। প্রতিটি পত্রের পূর্ণমান ১০০ এবং পাশ নম্বর ৫০। প্রতিটি পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘণ্টা। তবে বিসিএস (টেলিকমিউনিকেশন) ক্যাডারের তৃতীয় পত্রে লিখিত (৬০ নম্বর) এবং ব্যবহারিক (৪০ নম্বর) পরীক্ষা হবে, যেগুলোর জন্য সময় নির্ধারণ করা হয়েছে যথাক্রমে দুই ঘণ্টা ও এক ঘণ্টা।
বিসিএসের সিনিয়র স্কেল পরীক্ষার আবেদন শুরু, চলবে ৪ আগস্ট পর্যন্ত
স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২১:১৭
১৭ জুলাই ২০২৫ ২১:১৭
সারাবাংলা/এনএল/এসআর