Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির নেতাদের ওপর হামলা, নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২১:৩০

নোয়াখালী: গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হামলার প্রতিবাদে নোয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের কেউ যদি সহযোগিতা করার দুঃসাহস দেখায় তাহলে অবশ্যই ফ্যাসিস্ট এবং তার সহযোগীদেরকে এই বাংলা থেকে উৎখাত করা হবে। তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারের কাছে জানতে চাই, এক বছর পার হলেও জুলাই ঘোষণাপত্র কেন আসছে না।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে, যারা “জুলাই বিপ্লব”কে মনে ধারণ করে না তাদের অবস্থা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের থেকেও ভয়াবহ হবে। একটা গোষ্ঠী বলে জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। তাদের বলতে চাই, কথায় কথায় “বাংলা ছাড়” বলো কেন? বাংলা কি তোমার বাপ-দাদার?

বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন নোয়াখালী শহর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আবদুল্লাহ আল মাহবুব প্রমুখ।

সারাবাংলা/এসএস

এনসিপি জামায়াত বিক্ষোভ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর