কুষ্টিয়া: দেশে একটি গোপন সংগঠনের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। তারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার তা রুখতে ব্যর্থ ও নির্লিপ্ত। যুবদল এসব কোনোভাবেই মেনে নেবে না বলে বক্তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, শহর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।