নরসিংদী: নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এনসিপি এখনো আঁতুরঘর থেকে বের হতে পারেনি। তারা বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র করছে। জামায়াত ও এনসিপি একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মনোহরদী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও কু-রুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে হাসিনা-মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল। আজ কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ভিপি মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান ও উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।
দুপুরের পর থেকেই উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে জড়ো হয়। সমাবেশ শেষে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।