Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চাঁদাবাজির বিরুদ্ধে বলায় একটি দল গায়ে পড়ে লেগেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২৩:০২ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২৩:০৫

সিলেট: ‘চাঁদাবাজির বিরুদ্ধে বলায় আজ একটি রাজনৈতিক দল গায়ে পড়ে জামায়াত-শিবিরকে উস্কানির মাধ্যমে সংঘাতে জড়াতে চাইছে’ বলে অভিযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জামায়াতের মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সিলেটের সহনশীল রাজনীতিতে সংঘাত সৃষ্টির চেষ্টা হচ্ছে। জামায়াত-শিবিরের পিছু হটার ইতিহাস নেই। আমরা হাসিমুখে ফাঁসির রশি পড়তে পারি, কিন্তু কারো রক্তচক্ষুকে পরোয়া করি না।’

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী সমাবেশের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

জামায়াত নেতারা বলেন, গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তারা হামলার জন্য দায়ীদের শাস্তি ও প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।

তারা বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার ২ হাজার ছাত্র-জনতাকে নৃশংসভাবে হত্যা করেছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। জুলাই বিপ্লবীদের রক্তের দাগ শুকানোর আগেই গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তাণ্ডবে গোটা জাতি বিস্মিত, এটি দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। তাই ফ্যাসিবাদী আগ্রাসনকে রুখে দিতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানা তারা।

সারাবাংলা/এসএস

চাঁদাবাজি জামায়াত বিরুদ্ধে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর