Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকে সামনে রেখে সহজ হচ্ছে এনআইডি কার্যক্রম

নাজনীন লাকী, স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২৩:১৫ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২৩:২৬

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম আরও সহজ করা হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

সারাবাংলার সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কেবল আসন্ন বা ভবিষ্যতের নির্বাচনগুলোতেই নয়, প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআইডিতে ভুল থাকলে জমি কেনা, বিদেশে যাওয়া বা আরও অনেক জরুরি কাজ আটকে যেতে পারে। তাই এনআইডি সংশোধন করাটা খুবই জরুরি। ইসি’র এনআইডি সংক্রান্ত প্রতিটি উদ্যোগই নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু রাখার পাশাপাশি নাগরিকদের জীবনকে সহজ করার লক্ষ্যেই নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছরে যারা ভোট দিতে পারেননি, এবার যদি এনআইডি সংক্রান্ত কোনো কারণে ভোট না দিতে পারেন, তাহলে এর চেয়ে কষ্টকর কিছু হবে না আমাদের জন্য। আসন্ন নির্বাচনে এনআইডি সংক্রান্ত জটিলতার কারণে যেন কোনো নাগরিকের ভোটদান ব্যাহত না হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।’

আগামী দুই মাসের মধ্যেই অনেক কাজই গুছিয়ে নেওয়া যাবে বলে আশা প্রকাশ করে এনআইডি মহাপরিচালক জানান, এজন্য কমিশন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এএসএম হুমায়ুন কবীর বলেন, ‘এনআইডি সংক্রান্ত কাজে এই অফিসটাকে আমরা জনবান্ধব করে গড়ে তুলতে চাই। সেলক্ষে কাজ করে যেতে চান।’

তিনি আরও বলেন, ‘এমন একটি সিস্টেম গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে যা মানুষের কষ্ট বহুলাংশে কমিয়ে দেবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, সম্পূরক ভোটার তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে, বিদেশে বসবাসরত প্রবাসীদের ভোটার করার কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে।

তিনি আরও জানান, এখন থেকে ভোটার এলাকা স্থানান্তরের জন্য বাড়ি ভাড়ার চুক্তিপত্রের আর প্রয়োজন হবে না এবং ধর্মান্তরিতদের এনআইডি সংশোধন প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। মহাপরিচালক উল্লেখ করেন, কমিশনের হাতে বর্তমানে অনেক কাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হলে এর দৃশ্যমান সুফল দেখা যাবে।

সম্প্রতি এনাআইডি সংক্রান্ত নেওয়া কমিশনের নানা উদ্যোগগুলো হলো—

ভোটার এলাকা স্থানান্তরে লাগবে না বাড়ি ভাড়ার চুক্তিপত্র

বিপুল সংখ্যক ভোটার নিজের ভোটার এলাকার পরিবর্তে চাকরি বা অন্যান্য কারণে অন্য কোনো ঠিকানায় বসবাস করেন। এতে অনেকেই ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও ভোট দিতে পারেন না। এমন ব্যক্তিদের ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার কথা ভাবা হচ্ছে।

বর্তমানে ভোটার এলাকা পরিবর্তনে বাড়ি ভাড়ার চুক্তিপত্র বা পরিষেবার বিলের কপি লাগে। এটা অনেক সময় ভাড়াটিয়ারা দিতে পারেন না নানা কারণে। তাই এগুলোর পরিবর্তে এখন দুজন ব্যক্তি কর্তৃত্ব সংশ্লিষ্টকে শনাক্ত করার বিধান আনার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ যিনি আবেদন করবেন, তাকে সংশ্লিষ্ট এলাকার দুজন ভোটার শনাক্ত করবেন। পরে ইসির কর্মকর্তা সেই দুই ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হবেন।

ইসি কর্মকর্তারা বলছেন, কর্মজীবীদের অনেকেই নিজের ঠিকানার বাইরে বসবাস করেন। কিন্তু ভোটার এলাকা স্থায়ী ঠিকানায় হওয়ায় তারা ভোট দিতে পারেন না। কারণ কর্মস্থলের ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করতে প্রয়োজন হয় বাড়ি ভাড়ার চুক্তিপত্র প্রভৃতি। অনেক সময় এটি হয় না। ফলে ভোটার এলাকা অনেকেরই অপরিবর্তিত থেকে যায়। ভোটের দিন স্থায়ী ঠিকানায় না গেলে ভোটও দিতে পারেন না। এমন ভোটারদের ভোটার এলাকা পরিবর্তন সহজ করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে ভোটারের এলাকা পরিবর্তনে যে নিয়ম মানতে হয়

একজন ভোটারকে ভোটার এলাকা পরিবর্তন করার জন‌্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করতে হয়। আর আবেদনের সঙ্গে সঠিক ঠিকানার স্বপক্ষে বাড়ির দলিল/টেলিফোন, গ্যাস বা পানির বিল/বাড়ি ভাড়ার চুক্তিপত্র রশিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হয়। এরপর কর্মকর্তা কাগজপত্র দেখে তা অনুমোদন বা বাতিল করেন।

ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনে যে নিয়ম

ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তন বা সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ভোটারকে স্থায়ী ঠিকানা (বিভাগ, অঞ্চল, জেলা, উপজেলা, পোষ্ট অফিস ও পোস্ট কোড, ইউনিয়ন/ওয়ার্ড, বাসা/হোল্ডি, গ্রাম/রাস্তা,মৌজা/মহল্লা) লিপিবদ্ধপূর্বক যদি তিনি বর্তমান ঠিকানার ভোটার হন, তাহলে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

NID Portal (Services.nidw.gov.bd)-এ ভোটারগণের স্থায়ী ঠিকানা পরিবর্তনের সুযোগ আছে। যদি বর্তমান ঠিকানার ভোটারগণ স্থায়ী ঠিকানা পরিবর্তনের আবেদন করতে চান সেক্ষেত্রে NID Portal (Servicesnidw.gov.bd) এর Other information option-এ গিয়ে স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। NID Portal (Services.nidw.gov.bd)-এ আবেদনের ধরণ “Other info Correction” অপশন হতে ঠিকানা পরিবর্তন করা যাবে। NID Portal (Services.nidw.gov.bd)-এ দাখিলি আবেদন উপজেলা নির্বাচন অফিসার নিষ্পত্তি করবেন। যদি ভোটার স্থায়ী ঠিকানার ভোটার হন তাহলে ভোটার NID Portal (Services.nidw.gov.bd) এর মাধ্যমে আবেদন করতে পারবেন না। আবেদন করলে তার বর্তমান ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে উপজেলা নির্বাচন অফিস হতে প্রথমে ভোটারকে স্থানান্তরের আবেদনের মাধ্যমে বর্তমান ঠিকানায় ভোটার করতে হবে। তারপর স্থায়ী ঠিকানার পরিবর্তনের আবেদন করবেন।

ধর্মান্তরিতদের এনআইডি সংশোধন সহজ হচ্ছে

নির্বাচন কমিশন (ইসি) যারা ধর্মান্তরিত হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত জটিলতায় পড়েছেন, তাদের জন্য সেবা কার্যক্রম সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ধর্মান্তরিত হলে নথিতে যে জটিলতা এবং দীর্ঘসূত্রিতা আছে সেটা সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে। ধর্ম পরিবর্তন করলে পরবর্তীতে অনেকে অনেক ঝামেলার মধ্যে পড়েন।’

তিনি আরও বলেন, ‘ধর্মান্তরিত নাগরিকদের এনআইডি সংশোধনের জন্য অনেকগুলো প্রক্রিয়া ছিল। তো এখানে আমরা যেটা করেছি, মূলত ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে একজন ব্যক্তির, তার মাধ্যমেই তো একজনের আইডেন্টিফিকেশন মোটামুটি পাওয়া যায়। একটা হচ্ছে লিগ্যাল সাইট, আরেকটা হচ্ছে তার আইডেন্টিটি সাইট। এটাকে একটু সহজীকরণ করা হয়েছে।

ভোটার তালিকা হালনাগাদের একটি সম্পূরক তালিকা শিগগিরই প্রকাশ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহে ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত করে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

কমিশন সচিব আখতার আহমেদ ও এনআইডি মহাপরিচালক এই বিষয়ে সারাবাংলাকে জানান, এই কার্যক্রমের সব কাজ শেষ দিকে। তারা জানান, যত দ্রুত সম্ভব এই তালিকা প্রকাশ করা হবে।

জানা গেছে, এই তালিকায় ৪৪ লাখ ৬ হাজার ৬০২ জন বাদ পড়া নতুন ভোটার যুক্ত হয়েছে, আর তালিকার মধ্যে মৃত ভোটার ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

প্রবাসীদের এনআইডি ভোটদান প্রক্রিয়া সহজ

যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে বসে প্রবাসীরা পাচ্ছেন এনআইডি

বর্তমান কমিশন প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ করতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। শুরুতে কমিশন প্রক্সি ভোটদান পদ্ধতি নিয়ে কাজ করলেও সেজায়গা থেকে সরে আসে এখন পোস্টাল পদ্ধতিতে এগোচ্ছে কমিশন। সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে ইসি।

বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম চলমান

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম আটটি দেশে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রবাসীদের এনআইডি প্রদানে বিশ্বের ৪০টি দেশে কার্যক্রম চালু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

রোহিঙ্গা শনাক্তে জটিলতা নিরসনে পদক্ষেপ

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে রাখা হয়েছে। এই রোহিঙ্গারা বিভিন্ন অপকৌশল, এলাকা বদল এবং অসাধু কিছু কর্মকর্তা ও জনপ্রতিনিধির মাধ্যমে ভোটার তালিকায় ঢুকে পড়ছে। এ কারণে কে রোহিঙ্গা এবং কে নয়, তা শনাক্তে জটিলতার মধ্যে পড়েছে ইসি। অনেক কাঠখড় পুড়িয়েও তা কাজে আসেনি, ভেস্তে যাচ্ছে সব পদক্ষেপ।

জাতিসংঘের রোহিঙ্গা শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) প্রণীত ডাটাবেজ চেয়েও পাচ্ছে না কমিশন। ওই তথ্যভান্ডার পেতে নতুন করে উদ্যোগ নিয়েছে কমিশন।

গত সাত মাসে সর্বমোট নয় লাখ আবেদন নিষ্পত্তি

নির্বাচন কমিশনের (ইসি) চালু করা ‘ক্র্যাশ প্রোগ্রাম’-এর আওতায় ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রথম সাত মাসে মোট ৯ লাখ ৭ হাজার ৬৬২টি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

ইসি সূত্র জানায়, এ সময় এনআইডি সংশোধনের জন্য মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়ে। বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে মাত্র ৭৬ হাজার ৬৯৪টি।

সারাবাংলা/এনএল/এইচআই/এসআর

ইসি এনআইডি জাতীয় পরিচয়পত্র নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর