Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের ৪৬ শিক্ষকের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ২৩:২০

গোপালগঞ্জে এনসিপির ওপর আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা। ফাইল ছবি

ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক যুক্ত বিবৃতিতে তারা এই হামলাকে ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব নিশ্চিহ্ন করার অপচেষ্টা’ এবং ‘গণতন্ত্র, বাকস্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত’ হিসেবে অভিহিত করেন।

২০২৪ সালের ৩৬ এ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জন্ম নেওয়া এনসিপি গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করতে গেলে ভয়াবহ হামলার শিকার হয়। শিক্ষকরা বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং সরকারের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা ছিল বিস্ময়কর।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘দিবালোকে প্রশাসনের সামনে বোমা হামলা, অস্ত্র প্রদর্শন, পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনা প্রমাণ করে প্রশাসনের ভেতর এখনো ফ্যাসিস্ট প্রভাব বিস্তৃত।’

শিক্ষকরা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মকর্তাদের দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর আহ্বান জানান। তারা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই দুর্বলতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত।”

বিবৃতি প্রদানে অংশগ্রহণকারী শিক্ষকরা দেশের প্রায় সব প্রধান পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন, যার মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক প্রতিষ্ঠান।

তারা এই ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি, একে বাংলাদেশের অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ভয়াবহ নজির হিসেবে বিবেচনা করেছেন।

প্রতিবাদকারী শিক্ষকরা হলেন—

১. অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়
২. অধ্যাপক ড. মুহিব্বুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩. অধ্যাপক অন্তর্বর্তী লুৎফুল অন্তর্বর্তী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪. অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৫. অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়
৬. অধ্যাপক ড. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়
৭. অধ্যাপক ড. মো. শামসুজোহা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. অধ্যাপক ড. আবু খায়ের মোকতাদিউল বারী চৌধুরী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. অধ্যাপক ড. মো. সোহাইবুর রহমান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০. মো. কবীর উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১১. ড. এএফজি মাসুদ রেজা, জাতীয় বিশ্ববিদ্যালয়
১২. শেখ মো. রোকনুল ইসলাম, ডুয়েট
১৩. অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪. সাঈদ বিন কামাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫. মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৬. মোহাম্মদ ফয়সাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৭. অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, আইইউবিএটি
১৮. ড. মো. মনজুর হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
১৯. শাহ্ মো. তানভীর সিদ্দিকী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২০. ড. মো. মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২১. ড. মো. শামিম মন্ডল, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
২২. মো. আলমগীর কবীর রাজ্জাকী, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ
২৩. কাউছার আহমেদ, গণবিশ্ববিদ্যালয়।
২৪. রাশেদ মাহমুদ, পিএইচডি গবেষক, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি
২৫. মো. লিমন হোসেন, গণবিশ্ববিদ্যালয়
২৬. মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৭. মাহবুব আলম, উত্তরা বিশ্ববিদ্যালয়
২৮. মো. সোহেল রানা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২৯. ড. শামীম হামিদী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৩০. হাসান মাহমুদ সাকি, খুলনা বিশ্ববিদ্যালয়
৩১. আব্দুল বশির, উত্তরা বিশ্ববিদ্যালয়
৩২. মোহাম্মদ রবিউল ইসলাম, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
৩৩. মহিবুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩৪. অধ্যাপক ড. মো. আব্দুল্লাহহিল বাকী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৩৫. অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার, নিপসম
৩৬. মো. জামিউল ইসলাম, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
৩৭. মো. জিল্লাল হোসাইন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৩৮. ড. ইকবাল সরোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩৯. ড. মুহাম্মদ শামসুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৪০. মো: ইউসুফ আলী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৪১. দিদার মুহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
৪২. মোহাম্মদ সোহাইব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৪৩. অধ্যাপক ড. মো. মোমিনুর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪৪. মিসবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৪৫. আসাদুজ্জামান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৪৬. ফয়সাল মাহমুদ শান্ত, উত্তরা বিশ্ববিদ্যালয়

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি টপ নিউজ বিশ্ববিদ্যালয় শিক্ষক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর