Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবাসহ ভাই-বোন আটক


২ জুলাই ২০১৮ ২১:৫১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১১ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ভাই-বোনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, মোবাশ্বেরা বেগম (৪০) ও তার ছোট ভাই মো. সেলিম (৩০)। তারা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া গ্রামের মো. হাবিবউল্লাহর ছেলে-মেয়ে।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী সারাবাংলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু’জন স্বীকার করেছেন, মাদক বিক্রিই তাদের পেশা। তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরীতে বিক্রি করে আসছিলেন। তাদের নামে কর্ণফুলী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর