বাগেরহাট: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পিরোজপুরের মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাংসসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।
আটকরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার জোনাব আলীর ছেলে আ. ছালাম (৪০) ও মোরেলগঞ্জে উপজেলার ছোট পরী গ্রামের মো. বারেকের হাওলাদারের ছেলে মো. জাকারিয়া (২৫)।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, সুন্দরবন থেকে শিকার করা হরিনের মাংস ঢাকায় পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহন নামক যাত্রীবাহী পরিবহণে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের সাইট বক্সের ভেতরে লুকানো অবস্থায় একটি বস্তাবন্দি ককসিট থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় ওই ২ জনকে।
আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।