Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিবিয়ান টি-১০ লিগ
দুর্দান্ত বোলিংয়েও দলকে জেতাতে পারলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৫ ০৯:১৯

হার দিয়ে টুর্নামেন্ট শুরু সাকিবের

গ্লোবাল সুপার লিগে ব্যর্থতার পর সাকিব আল হাসান মাঠে নেমেছেন ম্যাক্স সিক্সটি টি-১০ লিগে। মায়ামি ব্লেজের অধিনায়ক হিসেবে শুরুটা অবশ্য সুখকর হলো না সাকিবের। দুর্দান্ত বোলিং করেও শেষ পর্যন্ত ৯ রানে হারতে হয়েছে সাকিবের দলকে।

গ্লোবাল সুপার লিগে খেলার কারণে দলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি সাকিব। মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচে ফ্লোরিডার বিপক্ষে প্রথমে বোলিং করেছে সাকিবের দল।

বল হাতে সাকিব ছিলেন দুর্দান্ত। ২ ওভারে ১৯ রান দিয়ে সাকিব নিয়েছেন দুই উইকেট। মার্ক ডেয়াল ও ম্যাথু ক্রসকে ফেরান তিনি। এছাড়াও একটি রানআউট ও একটি ক্যাচও নিয়েছেন সাকিব।

ফ্লোরিডার দেওয়া ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে নামেন সাকিব। এক ছক্কা ও এক চারে ৮ বলে ১৩ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন  সাকিব।

বিজ্ঞাপন

সাকিব ফেরার পর দলও আর সেই টার্গেট তাড়া করে জিততে পারেনি। ৯ রানের হার দিয়েই তাই শুরু সাকিবের টুর্নামেন্ট।

সারাবাংলা/এফএম