Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার জামায়াতের সমাবেশ: নেতাকর্মীদের আনতে ৩ জোড়া স্পেশাল ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১০:৫৫

ঢাকা: শনিবার (১৯ জুলাই) রাজধানী ঢাকায়  সমাবেশে নেতাকর্মীদের আনতে তিন জোড়া স্পেশাল ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ট্রেনগুলো চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের তিনজন শীর্ষ কর্মকর্তার সই করা আলাদা চিঠিতে ট্রেন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর অফিসের মাধ্যমে ১৮ জুলাই রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং ১৯ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহীতে ফিরতি যাত্রার জন্য বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।

ট্রেনের সময়সূচি ও রুট:
রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলবে ৭৫৫/৭৫৬ নম্বর ‘মধুমতি এক্সপ্রেস’-এর রেকে স্পেশাল ট্রেন।

বিজ্ঞাপন

আসা: ১৯ জুলাই রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে সকাল ৬টায় ঢাকায় পৌঁছাবে।
ফিরতি: ১৯ জুলাই রাত ৮টায় ঢাকা থেকে রওনা দিয়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে।
স্টপেজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি।
সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেন চলবে।

আসা: শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে।
ফিরতি: রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে ভোররাত ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে।
ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে চলবে আরেকটি স্পেশাল ট্রেন।

এ রুটের ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির সই করা চিঠিতে।
প্রত্যেকটি ট্রেন চলবে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে।

সমাবেশ কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি
শনিবারের এই জাতীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বড় পরিসরের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলটির দাবি, লাখো নেতাকর্মী অংশ নেবেন সমাবেশে। এর আগে দলটি ১০ হাজার বাসও রিজার্ভ করার তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সারাবাংলা/এফএন/এসআর

জামায়াতের সমাবেশ স্পেশাল ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর