Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪, ধ্বংসস্তূপের নিচে আটকা বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৫ ১১:৪৮

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৯৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩৬৭ জন আহত হয়েছেন। এতে করে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে। আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ ধরনের ঘটনায় মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৬৬৬ জন।

চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে, গত ১৮ মার্চ এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দখলদার বাহিনী ৭ হাজার ৮৪৩ জনকে হত্যা করেছে এবং ২৭ হাজার ৯২২ জনকে আহত করেছে।

সারাবাংলা/এসআর

ইসরায়েলি হামলা গাঁজা ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর