পটুয়াখালী: কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে। তবে, এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা সেটি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।