Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের, সেক্রেটারি নাজমুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১২:৫০ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৩:১২

জুবায়ের হোসেন এবং নাজমুল ইসলাম।

সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার ষান্মাসিক সেট আপ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন জুবায়ের হোসেন (সাবেক সেক্রেটারি) এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম (সাবেক দফতর সম্পাদক)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা জামায়াত অফিসের কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল সম্পাদক নোমান হাসান নয়ন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নোমান হাসান নয়ন নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে জুবায়ের হোসেন এবং সেক্রেটারি হিসেবে নাজমুল হোসেন এর নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ সময় অতিথিরা নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত সভাপতি এবং সেক্রেটারি সংগঠনের ভবিষ্যত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং ছাত্রশিবিরের কার্যক্রম আরও সক্রিয় ও ফলপ্রসূ হবে।

সারাবাংলা/এসডব্লিউ

সাতক্ষীরা জেলা ছাত্রশিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর