ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন, ‘স্বৈরাচার কিন্তু চতুর্দিকে ঘুর ঘুর করছে।’
শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা. জাহিদ বলেন, ‘স্বৈরাচারের দোসররা সারাদেশে ষড়যন্ত্রে লিপ্ত। তারা ষড়যন্ত্র করে ৫ আগস্টের জাতীয় ঐক্যকে নষ্ট করতে চায়। কিন্তু ষড়যন্ত্র করে কেউ ৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেনি, এবারও পারবে না।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন উৎসর্গ করেছেন। আজ সেই মানুষটিকে নিয়েও ব্যঙ্গ করা হচ্ছে। এটাই কি রাজনীতির ভাষা? না, এটা স্বৈরাচারের ভাষা, যা দেশের মানুষ কখনোই মেনে নেয়নি।’
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম ঐক্য দুর্বল করবেন না। গোপালগঞ্জে যে ঘটনার বহিঃপ্রকাশ দেখা গেছে, তা প্রমাণ করে স্বৈরাচারীরা অস্ত্র ও অর্থ দিয়ে সশস্ত্র ষড়যন্ত্র চালাচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের বিচার দাবি করছি।’
জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘সরকার যদি এখন বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল না, তবে প্রশ্ন ওঠে তারা কী দায়িত্ব পালন করছে? আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী, তবে ষড়যন্ত্র চলছে সেটা স্পষ্ট।’
তিনি আরও বলেন, ‘আজ পেশাজীবীরা রাজপথে নেমেছে। কারণ, তারা গণতন্ত্রের ধ্বংস মেনে নিতে পারছে না। চোরাপথে ক্ষমতায় যাওয়ার চিন্তা যারা করছে, তারা সফল হবে না ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী এছাড়া দলের অন্যান্য নেতা কর্মীরাও অংশ নিয়েছিলেন।