Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা আবেদনে জালিয়াতি হলে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা যুক্তরাষ্ট্রের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৩:২৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৩:৩৯

প্রতীকী ছবি: সংগৃহীত

ঢাকা: ভিসা প্রত্যাশীরা ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি দায়ের হতে পারে ফৌজদারি মামলাও। এখন থেকে ভিসা আবেদনকারীদের জন্য এই সতর্কতা জারি করেছে দেশটি।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

দূতাবাস জানায়, এই গল্প আমরা আগেও শুনেছি। কারণ, কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি, প্রতারণার নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় অবগত থাকেন।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ভিসা প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান ও স্বচ্ছতা বজায় রাখা প্রার্থীদের দায়িত্ব। তথ্য গোপন করা বা ভুয়া নথি দাখিল করা গুরুতর অপরাধ, যা প্রার্থীর ভবিষ্যতের ভ্রমণ এবং অভিবাসন সম্ভাবনাকে চিরতরে নষ্ট করে দিতে পারে।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো প্রতারক বা দালালের আশ্রয় না নিয়ে নিজের তথ্য সঠিকভাবে দাখিল করার মধ্য দিয়েই প্রার্থীরা সুরক্ষিত থাকতে পারবেন।

সারাবাংলা/একে/এনজে

ভিসা আবেদন যুক্তরাষ্ট্র সতর্কতা স্থায়ী নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর