নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এক ছিনতাইকারীকে আটক করেছেন ট্রেনের যাত্রীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ট্রেন যাত্রীরা আলী উসমান নামে এক যুবককে ওই ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করেন। উসমান জেলার মোহনগঞ্জ উপজেলার নগর গ্ৰামের দুদু মিয়ার ছেলে।
অপরদিকে, আটক ছিনতাইকারী জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান এলাকার বাসিন্দা ছানোয়ার হোসেন।
নেত্রকোনা রেল স্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন জানান, অপহরণকারীকে জিআরপি পুলিশে দেওয়ার প্রক্রিয়া চলছে।