Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের অবনতিশীল আইন-শৃঙ্খলা নিয়ে বিএনপির উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৪:০৮ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৪:০৯

ঢাকা: চট্টগ্রাম শহরের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবসায়ীদের ওপর চলমান মিথ্যা মামলা এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি এ অবস্থা থেকে নিরপরাধ ব্যবসায়ী ও সাধারণ জনগণকে রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ও প্রধান বন্দর নগরী হিসেবে অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দুঃখজনকভাবে এই শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করতে মিথ্যা মামলা ও চাঁদাবাজির আশ্রয় নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে রিজভী আরও বলেন, ‘চট্টগ্রামে যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হয়, তবে তা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থনীতি স্থবির হয়ে পড়তে পারে।’

বিএনপি সকল স্তরের ব্যবসায়ী এবং জনগণকে একযোগে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দলটি স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ‘চট্টগ্রামে চাঁদাবাজি ও মিথ্যা মামলার বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।’

বিবৃতিতে রিজভী চট্টগ্রামের ব্যবসা-বানিজ্যবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সারাবাংলা/এফএন/এনজে

আইন-শৃঙ্খলা উদ্বেগ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর