Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

সারাবাংলা ডেস্ক
১৮ জুলাই ২০২৫ ১৪:২১

‎প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ দিচ্ছে ‎গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীদের ১৩ আগস্ট বিকাল ৫ টার মধ্যে আবেদন করতে হবে।

‎আবেদনের বয়সসীমা: স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য আবেদনের বয়স সর্বোচ্চ ৩২ বছর। এমফিল ডিগ্রিধারীদের জন্য সর্বোচ্চ ৩৪ বছর। পিএইচডি ডিগ্রিধারীদের জন্য আবেদনের সর্বোচ্চ বয়স ৩৬ বছর।

‎সরকারি/স্বায়ত্তশাসিত/সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত এবং অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। আবেদনপত্র জমার শেষ তারিখে বয়স গণনা করা হবে।

‎অন্যান্য শর্ত:

‎আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ পরীক্ষায় ফল প্রকাশ অপেক্ষমাণ থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইন ও দুরশিক্ষণের মাধ্যমে ডিগ্রিপ্রাপ্তপ্রার্থীদের কোনো বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিবেচনা করা হবে না। এ ছাড়া প্রত্যেক পদের আবেদনকারীদের ১০ (দশ) সেট আবেদন করতে হবে এবং ‎প্রতি কপি আবেদন ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, পজিশনের প্রমাণপত্র, প্রকাশিত প্রবন্ধের ফটোকপি (যদি থাকে), অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে), জাতীয়তার সনদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

‎খামের ওপর বিভাগ/দফতরের নাম ও পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

‎আবেদনের প্রক্রিয়া:

বিজ্ঞাপন

‎প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

‎https://gstu.edu.bd/s/ ‎এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।

‎আবেদন ফি:

‎প্রতিটি পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা হতে সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০০৩১৫২৩৭২, রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি), গোপালগঞ্জ এই হিসাবে জমা করে জমা ভাউচারের মূল অংশ ১টি A4 সাইজের সাদা কাগজে আঠা দিয়ে লাগিয়ে আবেদনপত্রের মূল কপির সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে জমা ভাউচারের স্কুল নম্বর ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র অবশ্যই A4 সাইজের খামে/বড় খামে জমা দিতে হবে।

‎আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের অনুকূলে ১৩ আগস্ট ২০২৫, বিকাল ৫ টার মধ্যে পৌঁছাতে হবে।

‎সারাবাংলা/এনএল/এসআর

চাকরির সুযোগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রযুক্তি বিশ্ববিদ্যাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর