চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ড্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, মরদেহটি পানিতে ভেসে ড্রেনে এসে আটকে গেছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নগরীর খুলশী থানার টাইগার পাস মোড়ে সিএনজি স্টেশন সংলগ্ন ড্রেনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, অজ্ঞাত পুরুষটির পরণে গেঞ্জি আছে। কোমরে প্যাঁচানো ছিল লুঙ্গি।
ওসি বলেন, ‘আমাদের ধারণা মরদেহটি অন্য কোথাও থেকে ড্রেনে পানিতে ভেসে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’