Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা লায়লা বেগমের স্বামী আবুল কালামের মৃত্যুতে ফখরুলের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৪:৩৫

বিএনপি লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিসেস লায়লা বেগমের স্বামী আবুল কালাম মঈনুদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আবুল কালাম মঈনুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘আবুল কালাম মঈনুদ্দিনের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ধার্মিক, পরোপকারী এবং প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি মহান রাব্বুল আলামিনের দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘এই শোকাবহ সময়ে আল্লাহ যেন মরহুমের পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।’

বিএনপি মহাসচিব বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতিও সমবেদনা জানান।

সারাবাংলা/এফএন/এনজে

আবুল কালামের মৃত্যু ফখরুল বিএনপি নেতা লায়লা বেগম শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর