Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে আজ ৫ দিন মেয়াদে সকল গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাচ্ছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৪:৫১ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৪:৫৪

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ এবং ১৮ জুলাই ২০২৪ এ ইন্টারনেট শাট ডাউনের প্রতিবাদ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) থেকে ৫ দিন মেয়াদে দেশের সব গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট সেবা ফ্রি পাচ্ছেন।

১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনা মূল্যে গ্রাহকদের ১ জিবি ইন্টারনেট দেয়া যায় কিনা সে বিষয়ে বিটিআরসি একটি প্রস্তাব দেয় মোবাইল ফোন অপারেটরদের। দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রনোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনা মূল্যে ৫ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা ফ্রি দিচ্ছে।

বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করে।

বিজ্ঞাপন

যেভাবে পাওয়া যাবে:
শুক্রবার থেকে ৫ দিন মেয়াদে ১ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা পেতে নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে গ্রাহকদের।
ডায়াল কোড-
গ্রামীণফোন: *121*1807#
বাংলালিংক: *121*1807#
রবি: *4*1807#
টেলিটক: *111*1807#

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৭ জুলাই রাতে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। সেই বিষয়টিকে মাথায় রেখেই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/এনজে

জুলাই গণ-অভ্যুত্থান দিবস বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট সকল গ্রাহক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর