ঢাকা: বাজারে সবজি, পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। তবে স্বস্তির খবর হলো— ৩০০ টাকা কেজি ছুঁয়ে যাওয়া কাঁচামরিচ এখন ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে, ব্রয়লার মুরগি এখন ১৬০ টাকা থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কমেছে ডিমের দাম। বাজারের এমন পরিস্থিতি সাধারণ ক্রেতাদের ওপর প্রভাব ফেলছে।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর কারওয়ানবাজার, শেওড়াপড়া, বিজয়সরণীর কলমিলতা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পাড়া-মহল্লার দোকানগুলোতে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পণ্যটি। তবে বাজারে ৬০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে। আগে পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হতো।
এদিকে, ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৭০ টাকায়। আর প্রতি ডজন ডিমের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে এবং ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৬০ টাকায় পাওয়া যাচ্ছে। যা গেল সপ্তাহে ৩০০ টাকায় উঠেছিল।
বাজারে প্রতি কেজি বেগুন কিনতে হচ্ছে ১০০ টাকা, কোনো কোনো বাজারে আরও বেশি দামেও বিক্রি করতে দেখা গেছে। পেঁপে, ছোট পটোলের মতো হাতেগোনা দু-তিন ধরনের সবজি স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে পেঁপে ৪০ টাকা এবং ছোট পটোল ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।তবে কাকরোল, করলা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা, চিচিংগা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।