Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে ১ নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৫:০৪ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৫:১০

পিঁপড়াকান্দা ব্রীজের কাছে শালদীঘা হাওরে এসে নৌকাটি ডুবে যায়।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগরের যাত্রীবাহী নৌকা ডুবে একজন নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার শালদীঘা হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত যাত্রী শামসুর নাহার (৭০) নেত্রকোনার কামলা কান্দার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জেলা ধর্মপাশা উপজেলার নৌকাঘাট থেকে ২৫জন যাত্রী নিয়ে স্রোতের বিপরীতে মধ্যনগর উপজেলার দিকে যাওয়ার পথে পিঁপড়াকান্দা ব্রীজের কাছে শালদীঘা হাওরে এসে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা সবাই সাঁতার কেটে পাড়ে উঠলেও নিখোঁজ হন শামসুর নাহার। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, মধ্যনগরের শালদীঘা হাওরে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকায় প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। তবে, সবাই সাঁতার কেটে পাড়ে উঠলেও এক নারীর পানিতে ডুবে মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুলিশের তথ্য অনুযায়ী এখনও কোনো যাত্রী নিখোঁজ নেই।

সারাবাংলা/এসডব্লিউ

নৌকা ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর