Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই বিপ্লব’ স্মরণে চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৫:২২

চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: ‘জুলাই বিপ্লব’ স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হল প্রতীকী ম্যারাথন। এতে ৬৫০ জন প্রতিযোগী অংশ নেন। একই আয়োজনে ১২ জন আহত জুলাই যোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ ম্যারাথন সম্পন্ন হয়।

জেলা প্রশাসন আয়োজিত প্রতীকী ম্যারাথনে সাধারণ শিক্ষার্থী, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

বিজ্ঞাপন

প্রতীকী ম্যারাথনে মেয়েদের বিভাগে শ্রাবণী চৌধুরী প্রথম, তাবাসসুম সোবাহ দ্বিতীয় ও মোসাম্মাত সোহানা তৃতীয় হয়েছেন। আর ছেলেদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে দন যথাক্রমে মুসফিকুর রহমান, মোহাম্মদ সুমন ও আবু নসর।

পরে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম জুলাই বিপ্লব প্রতীকী ম্যারাথন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর