Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে হামলায় ৪৭৫ জনকে আসামি করে পুলিশের মামলা, গ্রেফতার ৫০

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৫:৩৯

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫০ জনকে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ড. রুহুল আমিন সরকার বলেন, সকালে সদর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে। সেখানে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

গোপালগঞ্জে বুধবারের সংঘাত-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করলেও তাতে কাজ না হওয়ায় বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ দেয় সরকার। যা পরবর্তীতে আরও বাড়ানো হয়।

গত ১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সমাবেশ মঞ্চে সন্ত্রাসী হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সমাবেশ শেষে বের হয়ে আসার সময় আবারও হামলা চালায় আওয়ামী লগি নেতাকর্মীরা। এরপর রূপ নেয় সহিংস সংঘাতে। কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে খুলনার দিকে রওয়ানা দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা।

এতে চারজনের মৃত্যু হয়। এরপর আহত অবস্থায় শুক্রবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। তারা হলেন- মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানি সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), সিরামিক পণ্যের দোকান কর্মচারী ইমন তালুকদার (১৭), অটোরিকশাচালক রমজান মুন্সি (২৮) ও রাজমিস্ত্রির সহযোগী রমজান কাজী (১৮)।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫০ জনকে।

সারাবাংলা/ইউজে/এসআর

গোপালগঞ্জ গ্রেফতার মামলা হামলা-সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর