Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহিদদের আত্মা শান্তি পাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৫:৪৪

জেলার প্রথম শহিদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করে নরসিংদী জেলা বিএনপি।

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা যেমন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তেমনি মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃসংশভাবে হত্যাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’

তিনি বলেন, ‘তাহমিদদের মত শহিদদের রক্তে অর্জিত পরিবেশকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব থেকে মুক্তি পেতে গণতন্ত্রের বিজয় অর্জন করা জরুরি। এজন্য একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহিদ তাহমিদদের আত্মা শান্তি পাবে।’

শুক্রবার (১৮ জুলাই) সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহিদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহীসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এরপর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাহমিদের স্কুলে স্মরণসভা, দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। বিকেলে শহিদ সজিবের কবর জিয়ারাত, কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করবে নরসিংদী জেলা বিএনপি।

শহিদ তাহমিদ ২৪ এর জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিদে জেলার প্রথম শহিদ হন। তাহমিদ নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুলের তৎকালীর নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

জুলাই গণ-অভ্যু্ত্থানের এক বছর বিএনপি শহিদ তাহমিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর