ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে হাসপাতালটির সাত তলা ভবনের বি-ব্লকের দুই নম্বর লিফটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. শামসুল আলম জানান, হাসপাতালে লিফটের নিচে একটি মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে লিফটের নিচে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মরদেহটি দুই থেকে তিনদিন আগের বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির জানান, গত রাত দেড়টার দিকে হাসপাতালের নিচতলার বি-ব্লকের দুই নম্বর লিফটের কাছে পচা দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধের কারণ খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় লিফটের ভিতর একটি মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়ার পরে আজ (শুক্রবার) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়েছে।