গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় যাত্রীবাহী অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলেও রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান জানান, কাভার্ড ভ্যানের চাপায় যাত্রীবাহী অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।