Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী জুলাই শহিদদের স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৮ জুলাই ২০২৫ ১৮:১৫ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২১:৫১

নরসিংদী ম্যারাথনে অংশ নেওয়া বিজয়ী ও অন্যান্যরা।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে শুক্রবার (১৮ জুলাই) দেশের বিভিন্ন জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত রয়েছে।

এদিন যশোর, নরসিংদী, নওগাঁ, পটুয়াখালী, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা প্রশাসনের আয়োজনে এই জুলাই প্রতীকী ম্যারাথনের নানান কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী দিবসটি পালন করা হয়।

নরসিংদী:

নরসিংদী পৌরসভার সামনে থেকে ম্যারাথনের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

ম্যারাথনটি পৌরসভার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ম্যারাথনের বিজয়ীদের মাঝে পুরষ্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

নরসিংদী রার্নাস কমিউনিটির সার্বিক তত্ত্বাবধানে প্রতীকী ম্যারাথনে অংশ নেন, নরসিংদী সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন সৈয়দ ডা. মোহাম্মদ আমিরুল হক ও নরসিংদী রার্নাস কমিউনিটির সভাপতি আক্তারুজামান সহ প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী।

যশোর:

যশোরে জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদফতর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় শহরের পালবাড়ি মোড় থেকে ম্যারাথনটি শুরু হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, শহিদ জাবের, শহিদ তৌহিদের বাবা-মা, আহত জুলাই যোদ্ধা ও তাদের অভিভাবক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাবেরসভাপতি জাহিদ হাসান টুকুন, চেম্বার অব কমার্সের নেতারা, সরকারি কর্মকর্তাসহ ছাত্র প্রতিনিধিরা।

ম্যারাথনটি পালবাড়ি মোড় থেকে শুরু হয়ে প্রায় পাঁচ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

নওগাঁ:

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে সেখান থেকে শুরু হওয়া এই প্রতীকী ম্যারাথন শহরের নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

শহিদ ও আহত পরিবারের সদস্যরা ছাড়াও এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ম্যারাথনে অংশগ্রহণকারী কলেজ শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ ও আহত হয়েছেন তাদের স্মরণে এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজন ভবিষ্যতে আমরা আরও চাই।’

পটুয়াখালী:

পৌর শহরের সার্কিট হাউস সংলগ্ন শহিদ হৃদয় তরুয়া চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং যুব উন্নয়ন অধিদফতরের সহযোগিতায় আয়োজিত এ ম্যারাথনে শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন রাইয়ান, দ্বিতীয় কাইয়ুম মৃধা এবং তৃতীয় স্থান অধিকার খাইরুল ইসলাম। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

টাঙ্গাইল:

জুলাই গণঅভ্যত্থান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলে পাঁচ কিলোমিটার প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রশাসন শরীফা হক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।

বিভিন্ন দফতরের সরকারি বেসরকারি কর্মকর্তাসহ জুলাই আন্দোলনকারী, শহিদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার ভোরের আলো ফুটতেই বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। রেজিষ্ট্রেশন শেষে সকাল সোয়া ৭টায় শুরু হয় ম্যারাথন দৌড়। জুলাই আন্দোলনকারী, শহিদ পরিবারের সদস্যসহ প্রায় সাত শতাধিক মানুষ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে বেলুন উড়িয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জুলাই যোদ্ধা শহিদ শুভ’র বাবা আবু সাঈদ। শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিযোগীতাটি সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান, জুলাই শহিদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী:

জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে প্রতীকী ম্যারাথনের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

পরে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি, জুলাই গণঅভ্যুত্থান আহতদের পরিবারের সদস্যরা, আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রজনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু শহিদ ভুলু স্টেডিয়ামে এসে শেষ হয়।

পরে শহিদ ভুলু স্টেডিয়ামের ইনডোরে বিভিন্ন বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের আ,আ,ম,মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বেলুন উড়িয়ে, বাঁশি বাজিয়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ। এ সময় সেখানে জুলাই শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যারথনটি শান্তির মোড়, সার্কিট হাউস মোড়, বিশ্বরোড মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে অংশগ্রহনকারী বিজয় পাঁচজনসহ ৫২ জনকে পুরস্কৃত করা হয়। দুজন শহিদ পরিবারের সদস্যদেরও মেডেল পড়িয়ে দেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, শহিদ তারেক হোসেনের পিতা আসাদুল ইসলাম, শহিদ মতিউর রহমানের কন্যা মোশরেফা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মোস্তফা জামাল, আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মো.আকিব প্রমুখ।

 

কুমিল্লা:

কুমিল্লা নগরীর শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ।

আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ম্যারাথনটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। হাতে ব্যানার, ফেস্টুন আর মুখে গণচেতনার শ্লোগান এমন প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

 

 

বাগেরহাট: বাগেরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুথান দিবস-২০২৫ উপলক্ষ্যে শহিদদের স্মরণে সেতু টোল প্লাজায় এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

বাগেরহাটে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

প্রথম থেকে দশমস্থান অর্জনকারীদের বিজয়ীদের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা এস এম সাদ্দাম হোসেনসহ শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ/এসএস

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর জুলাই ম্যারাথন প্রতীকী ম্যারাথন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর