Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৮:১১ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৮:১৪

বিএনপি নেতাকর্মীদের মৌন মিছিল।

পটুয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে ছয় হাজার মাইল দূরে লন্ডনে বসে তারেক রহমান রিমোট কন্ট্রোল দিয়ে এত বড় একটি দল পরিচালনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. ইউনূসের সঙ্গে নির্বাচন নিয়ে তার যে কথা হয়েছে সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের ভাষ্যমতে আগামী জাতীয় নির্বাচন অতীতের যে কোন নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। আমাদের সবার কাজ হলো এখন থেকেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থ্যানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থ্যতা কামনায় অনুষ্ঠিত দোয়া এবং মৌন মিছিল শেষে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। নেতাকর্মীদের হত্যা ও গুম করাসহ মামলা দিয়ে হায়রানি করেছে। আমাদের সন্তানেরা মাঠে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে। তাদের দেখাদেখি অবিভাবক, শিক্ষকসহ সারাদেশ তাদের সঙ্গে মাঠে নেমেছে।

আলতাফ হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকার দুই হাজারের উপর ছাত্র-জনতাকে হত্যা করেছে, আহত করেছে ৩০ হাজারের বেশি। এখনো অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের স্মরণ ও আশু রোগ মুক্তি কামনায় কেন্দ্রের নির্দেশে দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলের আয়োজন করা হয়েছে।

এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৮ জুলাই) জুম্মাবাদ পৌর শহরের মদিনা মসজিদে জুলাই আগস্ট গণঅভ্যুত্থ্যানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনজে

কঠিন জাতীয় নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর