Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরের ‘অর্জন’ ভাস্কর্য থেকে মুছে ফেলা হলো শেখ মুজিবের ছবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৮:১৯

রংপুরের মডার্ন মোড়ে অবস্থতি ‘অর্জন’ ভাস্কর্য

রংপুর: রংপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলা হয়েছে। কালো রং দিয়ে ছবিটি মুছে দেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১টার দিকে মডার্ন মোড়ে কয়েকজন জুলাই যোদ্ধা জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। সেখানে অবস্থিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত ‘অর্জন’ চত্বরে আনেন সিটি করপোরেশনের গাড়ি। সেই গাড়িতে চড়ে ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি মুছে দিতে কালো রঙের স্প্রে ব্যবহার করেন।

জানা গেছে, রংপুরে ৫ আগস্ট পরবর্তী শুধুমাত্র অর্জন ভাস্কর্যতেই বঙ্গবন্ধুর ছবি রক্ষিত ছিল। তাছাড়া গত ৫ ফেব্রুয়ারি রংপুর জিলা স্কুল মোড়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ক্যাম্পাসে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ছাড়াও রংপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন উপজেলায় থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অর্জন রংপুর শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর