Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৫৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৮:৫০ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৮:৫৩

বিজিবির উদ্ধার করা ইয়াবা।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ী বিওপির মাদক বিরোধী অভিযানে ৫ হাজার ৬০০ পিস বার্মিস ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

শুক্রবার (১৮ জুলাই) সকালে নাইক্ষ‌্যংছড়ি উপজেলায় বিজিবির ৩৪ ব‌্যাটেলিয়নের অধিনস্থ বাইশফাঁড়ী বিওপির মাদক বিরোধী অভিযানে এসব ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার হয়।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ‌্যের ভিত্তিতে সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন সংবাদে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ অভিযানিকদল সীমান্ত এলাকায় চিকন পাতা বাগান নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। এর কিছুক্ষন পর একজন ব্যক্তি সামনের দিকে গেলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে দেখে ফেলে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে বিজিবির টহলদল ফেলে যাওয়া সেই ব্যাগের ভিতরে ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

(৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে

ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্ত বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর