ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গত ১৬ জুলাই সংঘর্ষের পর জারি করা কারফিউয়ের মেয়াদ ফের বাড়ানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসক।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সারাবাংলাকে এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ আগামীকাল (শনিবার) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। কারফিউয়ের মেয়াদ বাড়ানো হবে কিনা তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, কারফিউ শুরু হয়েছিল বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে। ১৭ জুলাই দুপুরে তিন ঘণ্টা শিথিল ছিল কারফিউ। এরপর আবার কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়। ১৮ জুলাই দুপুরেও তিন ঘণ্টা শিথিল ছিল কারফিউ।
কারফিউ জারির আগে এনসিপির সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।