পেন্টাগনের সাবেক উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ‘বিদেশে অস্ত্র পাঠানো বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা আট দিনের যুদ্ধ করতে পারি, তারপর আমাদের পারমাণবিক অস্ত্রে যেতে হবে।
শুক্রবার (১৮ জুলাই) মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্পুটনিকের প্রতিবেদন অনুসারে, ম্যাকগ্রেগর সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। ক্ষেপণাস্ত্রের মজুদ “আসলেই কতটা কম” সে সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা উচিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ার মাত্র কয়েক দিন পরেই ম্যাকগ্রেগরের এই বিস্ফোরক মন্তব্য এলো। রাশিয়া বারবার জোর দিয়ে আসছে, পশ্চিম থেকে সরবরাহকৃত দূরপাল্লার অস্ত্র ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করতে এবং শান্তি প্রচেষ্টা ব্যাহত করতে ব্যবহার করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘ইউক্রেনকে এসব অস্ত্র ব্যবহারের অনুমতি দিলে সংঘাতের প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হবে। আমরা যে হুমকির মুখোমুখি, তার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। মূল প্রশ্ন হলো, ন্যাটো দেশগুলোকে কি সামরিক সংঘাতে সরাসরি জড়িত বলে বিবেচনা করা হবে?’