Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের সমাবেশ: ঢাবির পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে বের হওয়ার আহ্বান

ঢাবি করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৯:২৯

ঢাবি: সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) জাতীয় মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পরামর্শ জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এতদ্বারা পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৯ জুলাই (শনিবার) সোহারাওয়ার্দী উদ্যানে একটি রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ‘বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হলো, যেন নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।’

সারাবাংলা/কেকে/এনজে

জামায়াতের সমাবেশ ঢা‌বি