Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার একদলকে কোলে, আরেক দলকে কাঁধে করে রেখেছে: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৯:২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার ‘এক দলকে কোলে আরেক দলকে কাঁধে করে’ রেখেছে, অথচ বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সহযোগিতা করছি, শান্তিপূর্ণ উপায়ে দ্রুত নির্বাচন দিন। নইলে আমরা ভাববো, অশান্তি সৃষ্টির প্রকল্প আপনারাই বাস্তবায়ন করছেন।’

তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া তরুণদের স্মরণ করে বলেন, ‘তাদের আত্মদানকে পুঁজি করে কেউ কেউ এখন রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এটা শহিদদের প্রতি অসম্মান।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারা তো কোনো একক দলকে নয়, সারাদেশের মানুষের মুক্তির জন্য রক্ত দিয়েছিল। তাদের প্রতি সম্মান দেখান, তাদের আদর্শ বাস্তবায়নে কাজ করুন।’

মির্জা আব্বাস বলেন, ‘যিনি একসময় বলেছিলেন জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে, সেখানে পচন ধরবে—আজ তিনিই জামায়াতের কোলে বসেছেন।’

তিনি জামায়াত নেতাদের ‘রাজনৈতিক দালাল’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘তারা কখনও বিএনপির, কখনও আওয়ামী লীগের ছায়ায় থেকেছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি কোনো ঝগড়াটে দল নয়, বরং একটি গণতন্ত্রকামী শক্তি, যারা জনগণকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি এমন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়, যার মাধ্যমে বহিরাগত সাম্প্রদায়িক প্রভাব রোধ করা যাবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সম্ভব হবে।’

বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ভাইয়েরা, এমন কোনো কথাবার্তা বলবেন না, যা শুনলে মানুষের রক্ত মাথায় উঠে যায়। জিহ্বায় লাগাম দিন। এতে কারও মঙ্গল হবে না, না আপনাদের, না দেশের।’

বিকেল ৫টায় শুরু হওয়া মৌন মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল, মৌচাক হয়ে রামপুরা পর্যন্ত গিয়েছে। মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও মহিলাদলের সক্রিয় অংশগ্রহণ ছিল।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল হক মজনু সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিন সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আরিফা রুমা, মীর শরাফত আলী সপু, আমিরুজ্জামান খান শিমুলসহ বহু কেন্দ্রীয় ও মহানগর নেতা।

সারাবাংলা/এফএন/এইচআই

বিএনপি মির্জা আব্বাস মৌন মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর