ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় রাজধানীতে দোয়া মাহফিল ও মৌন মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় এই কর্মসূচি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর নেতা ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের নেতা নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
জুমার নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও কালো ব্যাজ ধারণ করে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

জুমার নামাজের পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা
সংক্ষিপ্ত সমাবেশ শেষে মৌন মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক হয়ে রামপুরার আবুল হোসেন মোড় পর্যন্ত যায়। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো ব্যাজ ধারণ করেন।