Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে দায়ী থাকবে সরকার ও কমিশন: সালাউদ্দিন আহমদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৯:৪০

সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এই মাসের মধ্যেই যদি ‘জুলাই সনদ’ প্রকাশ না হয়, তবে এর দায়ভার বহন করতে হবে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে তিনি এই বক্তব্য দেন।

তিনি বলেন, ‘এই জুলাই কেন এলো, তা ভাবতে হবে। বাংলাদেশের স্বাধীনতায় লেগেছে ২৩ বছর, স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর ৯ বছরে ছাত্র গণঅভ্যুত্থান- এই সময়ের হিসাব করতে হবে।’

সালাউদ্দিন আরও বলেন, ‘আমরা কি কেবলই রক্ত দিয়ে যাব? এই সুযোগ বারবার আসে না, শতাব্দীতে একবার আসে। এই মুহূর্তে আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে বারবার বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এই অবস্থার জন্য আসল দায়ী বর্তমান রাজনৈতিক কাঠামোর ব্যর্থতা।’

সমাবেশ মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর নেতা ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের নেতা নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

সারাবাংলা/এফএন/এইচআই

জুলাই সনদ বিএনপি সালাউদ্দিন আহমদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর