জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার (১৮ জুলাই) সারাদেশে দোয়া মাহফিল ও মৌন মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বক্তারা বলেন, জুলাই-আগস্ট শহিদদের আত্মত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। আমরা এই ত্যাগ ভুলবো না। দলীয় নেতৃত্ব শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—

জুলাই শহীদের স্মরণে টাঙ্গাইলে বিএনপি’র মৌন মিছিল
টাঙ্গাইল: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নেতৃত্বে মৌন মিছিলে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদ এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নোয়াখালীতে বিএনপির জুলাই-আগস্ট শহীদদের স্মরণে মৌন মিছিল
নোয়াখালী: নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন সেলিম, কামরুজ্জামান হাফিজ,শহীদুল ইসলাম কিরন,আমিনুল ইসলাম শাহীন,রবিউল হাসান পলাশ, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক ভিপি জসিম, সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

রাজবাড়ীতে বিএনপির মৌন মিছিল
রাজবাড়ী: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয় থেকে মৌন মিছিল বের করে রাজবাড়ীতে জেলা বিএনপি। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী বাবু, যুগ্ন আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু। এসময় জিয়া স্মৃতি পাঠাগার রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল মন্ডল সাধারণ সম্পাদক প্যারিস হোসেন সহ জেলা বিএনপির সকল ইউনিটের নের্তবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে লালমনিরহাট জেলা বিএনপির মৌন মিছিল
লালমনিরহাট: জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মৌন মিছিল করেছে লালমনিরহাট জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচি লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয় হতে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর মৌন মিছিল অংশ নেয়। মিছিল শুরুর পূর্বে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক এ কে মমিনুল হক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সাংগঠনিক সম্পাদক মজমুল হক প্রামানিক ও সাংগঠনিক সম্পাদক সাইদুল হক পাটোয়ারী সাজু।
যশোর: যশোর জেলা বিএনপি আয়োজিত দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই -আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম বক্তব্য দেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। নিহতদের স্মরণে দলীয় কার্যালয় থেকে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মৌন মিছিল বের হয়।

জুলাই শহীদদের স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল
খুলনা: ২৪ এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে খুলনায় এক মৌন মিছিল ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মৌন মিছিল পূর্ব সমাবেশে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দেন। মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, আলী আসগর লবি, রেহানা ঈসা, এড. মোমরেজুল ইসলাম, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শ্রমিকদলের মজিবর রহমান, যুবদলের আব্দুল আজিজ সুমন, মহিলা দলের নার্গিস আলী, কৃষকদলের আক্তারুজ্জামান সজিব তালুকদার প্রমুখ।

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল।
বগুড়া: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় শোক মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি বের হয়। মিছিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুবর রহমান, সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো: মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগার তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম, জেলা সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক নেতা কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাহাদত হোসেন, বিএনপি নেতা সোলাইমান আলী, মিজানুর রহমান রাজা,মাহবুবুর রহমান লুলকা, মানিক সরকার, রাজু হোসেন পাইকার, আজিজুর রহমান বিদ্যুৎ, মাহবুবর রহমান হারেজ, তোহা, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সৎস্যজীবী দলের আহবায়ক ময়নূল, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ জাকারিয়া, সদস্য সচিব মুফতি কাজী একরামুল হক, জেলা তাতী দলের আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী মুন্সি জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গোর্কী, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু প্রমুখ।

শহিদদের স্মরণে পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
পঞ্চগড়: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে পঞ্চগড়ে এক হৃদয়স্পর্শী মৌন মিছিল আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। তার সঙ্গে ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব শাহজাহান সিরাজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

ময়মনসিংহ জুলাই গণহত্যার মৌন মিছিল
ময়মনসিংহ: জুলাই গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর এবং উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজন করেছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এ.কে.এম. মাহাবুবুল আলম, শামীম আজাদ, কায়কোবাদ মামুন, বিএনপি নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।