Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ২০:৪৮ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২০:৫১

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে মো. রকি (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল খায়ের মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। রকি ওই বাড়ির শেখ ফরিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রকি পেশায় একটি স্টিল কোম্পানির সেলসম্যান ছিলেন। দেড় বছর আগে বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল। কয়েকদিন আগে স্ত্রী বাবার বাড়ি চলে গেলে রকি মানসিকভাবে ভেঙে পড়েন। দুপুর আড়াইটার দিকে ভাত খাওয়ার ডাক দিতে গিয়ে তার মা ছেলেকে আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আত্মহত্যা কলহ পারিবারিক যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর