চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর থেকে ৩২ লাখ টাকা মূল্যের দুটি অবৈধ সোনার বার জব্দ করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে গয়েশপুর কাঁদাবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযানে গেলে এক মোটরসাইকেল আরোহীকে থামার নির্দেশ দিলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা সোনার ওজন ২৩২ গ্রাম। সোনা এবং মোটরসাইকেলের সর্বমোট বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা। তিনি আরও জানান, সোনার বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।